// আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে রবিউল ইসলাম নামের এক মৎস্য ব্যবসায়ীর খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মহাদেব পাল ওরফে হারান (৩৪) ও সমর মহন্ত (৫২) নামের দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (২২নভেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার তালশন গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গ্রেফতারকৃত মহাদেব পাল হারান ওই গ্রামের সুনীল চন্দ্র পালের ছেলে ও সমর মহন্ত একই গ্রামের নরেন মহন্তের ছেলে। এব্যাপারে আদমদীঘি থানায় খরের মালিক রবিউল ইসলাম বাদি হয়ে তিন জনের মানে একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, উপজেলার তালশন গ্রামের রবিউল ইসলাম মৎস্য ব্যবসার পাশাপশি গরু পালন করে আসছিলেন। সেই গরুর খাবার জন্য ১৬ বিঘা জমির খড় কিনে বাড়ির পাশে পালা বা স্তুপ করে রাখেন। গত বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তরা ওই খড়ের পালায় আগুন লেগে দেয়। এসময় ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করলেও প্রায় সব খড় পুড়ে যায়। এতে প্রায় ২৫ হাজার টাকার ক্ষতিসাধন হয় বলে তিনি দাবী করেন। এদিকে আদমদীঘি থানা পুলিশ সিসি ফুটেজের মাধ্যমে আগুন লেগে দেয়া ব্যক্তিকে শনাক্ত করে রাতেই উল্লেখিত দুই জনকে গ্রেফতার করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানা, গতকাল বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।