// আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে এনজিও সংস্থা বেডোর উদ্যোগে বিনামূল্যে চক্ষু ছানিমুক্ত করণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে আদমদীঘির কালাইকুড়ি বেডোর কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক আবুর সভাপতিত্বে চক্ষু ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার। বেডোর সমন্বয়কারী সাইফুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, নওগাঁর ইস্পাহানী চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসক ডা: ইউসা আল মেহেদী, ক্যাম্প অর্গানাইজার অলক কুমার, প্রবীন সভাপতি জালাল উদ্দিন শেখ সম্পাদক সিরাজুল ইসলাম, ইউপি সদস্য আনোয়ার হোসেন, রুহুল আমিন প্রমুখ। ওইদিন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৩৫০ জন চক্ষু ছানিমুক্ত করণ ক্যাম্পে রোগিদের চিকিৎসা প্রদাণ এবং ৫০জন চক্ষু ছানি রোগি শনাক্ত করে সংস্থার অর্থায়নে তাদের বিনামূল্যে চক্ষু অপারেশনের ব্যবস্থা নেয়া হয়।