সিরাজগঞ্জে ভারি বৃষ্টি, পানির নিচে শহরের সবগুলো রাস্তা

// সিরাজগঞ্জ প্রতিনিধি ::

সিরাজগঞ্জে টানা ভারি বর্ষণে শহরের সবগুলো রাস্তা এখন পানির নিচে। ফুটপাতের দোকান, কাঁচা বাজারসহ বেশির ভাগ দোকানপাটই বন্ধ রয়েছে। সেই সঙ্গে স্কুল-কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। অনেক দোকানে বৃষ্টির পানি ঢুকে পড়েছে। রাস্তায় রিকশা, ভ্যান, অটো, সিএনজিসহ অপরাপর যান চলাচলও সীমিত হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভোররাত থেকে শুরু হওয়া বৃষ্টি স্থানীয় খেটে খাওয়া মানুষদের আয়ের পথে বাদ সেঁধেছে। এই বৃষ্টি তাদের ভাবিয়ে তুলেছে। এই বৃষ্টিতে অনেকেই জীবিকার সন্ধানে যেতে পারছে না। ভারি বৃষ্টিতে সাড়া শহরের কোনো সড়কে পানি জমে নাই এমন নজির চোখে পড়েনি। শহরের প্রধান সড়ক এস এস রোড, মুজিব সড়ক, হাসপাতাল রোড, চৌরাস্তার মোড়, জমেছে দুই-আড়াই ফিট পানি। দুই একজন পানির ভিতরেই রুটি রুজির জন্যই ভারি বর্ষণকে মাথায় নিয়ে রিকশা, ভ্যান, সিএনজি চালাচ্ছে শহরে