// ফরিদপুর জেলা প্রতিনিধি-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ৩টি প্রাতিষ্ঠানিক পুকুর ও ২ টি বর্ষাপ্লাবিত প্লাবনভূমিতে মোট ৬৪৫.১৬ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
@চর অযোধ্যা মাধ্যমিক স্কুলের পুকুর।
@মডেল মসজিদের পুকুর
@গোপালপুর চরের আশ্রয়ণ কেন্দ্রের পুকুর
@এম.কে ডাংগী প্লাবন ভূমি
@হাজিডাংগী প্লাবনভূমি
উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জনাব প্রশান্ত কুমার সরকার,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃমোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জাহিদ তালুকদার,ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির সভাপতি মোঃকাশেম খা । এছাড়া উপস্থিত ছিলেন পোনা অবমুক্তকরণ বিভিন্ন পয়েন্টের সুফলভোগীগণ
উপস্থিতিতে কার্যক্রম পরিচালনা করেন জনাব মোস্তাফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা। জেলা মৎস্য কর্মকর্তা জনাব প্রশান্ত কুমার সরকারের নেতৃত্বে জেলার মনিটরিং টিম সরেজমিনে কার্যক্রম তদারকি করেন।