আজিম উল্যাহ হানিফের ২টি কবিতা

কোন বিষয়ে কবিতা লিখব


আজিম উল্যাহ হানিফ

আমি কোন বিষয়ে কবিতা লিখব
যখন কোন শিরোনামই খুঁজে পাই না-
যেদিকে দেখি পূর্বের কবিরা লিখে গেছেন সব
কোন ইস্যুই-বিষয় বাকি রাখেন নাই অগ্রজেরা-
রবী-নজরুল-জীবনানন্দ-জসীম-মাইকেল-সুকান্ত সহ সবাই,
যুগে যুগে কবিদের লেখাতে আমরা দেখতে পাই।
দেশ-জাতি-স্বাধীনতা-নারী-প্রেম-বিরহসহ সকল বিষয়েই আছে
ভবিষ্যতেও নতুন নতুন কবি আর কবিতাদের জন্ম হবে।
ওই সকল কবিদের লেখনীতে কোন বিষয়টা কখন যে ‘হিট’ হয়ে যাবে
সমকালীন কবিতায় কোন শিরোনামের কোন কবিতা পাঠক প্রিয়তা পাবে-

এক জনমে তৃপ্তি মিটে না-ক


আজিম উল্যাহ হানিফ

মাঝে মাঝে মনে হয় এক জনমে তৃপ্তি মিটবে না-
মিলবে না জীবনের হিসেব নিকেশ
জীবনের দাম অনুপাতে হারে পাল্লায় যদি তোলা যেত
হাট বাজারে বিক্রি হতো কিনা সন্দেহ
জাদুঘরে রাখার মত পরিবেশ হয়নি আজো
চারিদিকে অমানিশার ঘোর দেখা যায়
অসহায়ত্বের চাপ পড়ে মনে হৃদয়ে
শুধু দুশ্চিন্তায় হাবুডুবু খেয়ে যাই একা একা
মাঝে মধ্যে মনে হয়-দূর ছাই ভাবছি
আসলে একজীবনে পৃথিবীতে তৃপ্তি মিটে না কারোই…