জি২০ উদ্বোধনীতে ‘ভারত’ লেখা প্ল্যাকার্ড ব্যবহার করেছেন মোদি

// জি২০’র ১৮তম শীর্ষ সম্মেলন চলছে ভারতের রাজধানী দিল্লিতে। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সাড়ে ১১টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তার সামনে ‘ভারত’ লেখা প্লেকার্ড দেখা গেছে।

সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিটা প্রতিনিধির সামনে তাদের দেশের নাম লেখা থাকে। তবে ভারতের নামের জায়গায় ইন্ডিয়ার পরিবর্তে ভারত লেখা ছিল।

বর্তমানে দেশটিতে সরকার ‘ভারত’ দিয়ে ইন্ডিয়া নামকে পরিবর্তন/প্রতিস্থাপন করার পরিকল্পনা করছে যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কেননা জি২০ প্রতিনিধিদের পাঠানো আমন্ত্রণ পত্রে লেখা ছিল প্রেসিডেন্ট অব ভারত। পূর্বে লেখা থাকতো প্রেসিডেন্ট অব ইন্ডিয়া।

তবে এটি প্রথমবার নয় যে সরকারি কোনো নথিতে বা পত্রে ভারত ব্যবহার করা হয়েছে। সম্প্রতি, দক্ষিণ আফ্রিকা এবং গ্রিস সফরের সময় প্রধানমন্ত্রী মোদি ‘ভারতের প্রধানমন্ত্রী’ শব্দ ব্যবহার করেছিলেন।

ক্ষমতাসীন বিজেপি প্রাচীন হিন্দি নামের সাংস্কৃতিক শিকড় উল্লেখ করে ভারত ব্যবহারে উল্লাস প্রকাশ করেছে। কিছু নেতা দাবি করেছেন ইংরেজি নাম ‘ইন্ডিয়া’ একটি ঔপনিবেশিক উত্তরাধিকার।

দলটি অবশ্য ‘ভারত বনাম ইন্ডিয়া’ বিতর্কে যাওয়া এড়িয়ে গেছে। তবে নেতারা বলছেন সংবিধান অনুযায়ী দেশের জন্য উভয় নামই ব্যবহার করা যাবে।

শনিবার সম্মেলনের উদ্বোধনী ভাষণে নরেন্দ্র মোদি আফ্রিকান ইউনিয়নকে (এইউ) জি২০ জোটের স্থায়ী সদস্যের মর্যাদা দিয়েছেন। তিনি বলেন, ‘আমি আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধিকে আমন্ত্রণ জানাচ্ছি জি২০-এর স্থায়ী সদস্য হিসেবে তার আসন গ্রহণের জন্য।’

আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ার কমোরোসের প্রেসিডেন্ট আজালি আসুমানি।

১০ সেপ্টেম্বর শেষ হবে এই শীর্ষ সম্মেলন। এরপর জি২০ জোটের প্রেসিডেন্সি ব্রাজিলের কাছে হস্তান্তর করবেন নরেন্দ্র মোদি। ১ ডিসেম্বর থেকে ব্রাজিলের জন্য তা কার্যকর হবে। আগামী ১৯তম শীর্ষ সম্মেলন আয়োজন করবে রিও ডি জেনেরো।