// নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে ওসমান গনি (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দূর্বত্তরা। রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ডাঙ্গাপাড়া চিলান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওসমান গনি একই গ্রামের প্রয়াত আখের আলীর ছেলে। তিনি কদম চিলান ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ছিলেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল হোসেন জানান, সকালে নিজ বাড়ির পাশে চা দোকানে ওসমান গনি দাঁড়িয়ে ছিলেন। এসময় একদল দুর্বৃত্ত হঠাৎ সেখানে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু পথেই ওসমান গনির মৃত্যু হয়। নিহত ওসমান গনি কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার প্রধান অভিযুক্ত ছিলেন। সম্প্রতি তিনি জামিন নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন । তারই জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।