পাবনায় ডেঙ্গু প্রতিরোধ এবং এডিস মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান শুরু

বিশেষ প্রতিনিধিঃ ডেঙ্গু প্রতিরোধ এবং এডিস মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা  জেনারেল হাসপাতাল। সকালে এ অভিযানের উদ্বোধন করেন সিভিল  সার্জন ড. মনিসর চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান, পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, 

২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার রফিকুল হাসান, বিএমএ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা আকসাদ আল মাসুর, আবাসিক চিকিৎসক ডা জাহিদুল ইসলাম, ডাক্তার কুতুব উদ্দিন আউয়াল, ডাক্তার সাবেরা সুলতানা বিশ্বাস, ডাক্তার সিরাজুল ইসলাম, ডাক্তার মুনমুন মাহমুদ সহ হাসপাতালের সর্বস্তরের কর্মীরা। পাবনা পৌরসভার সহযোগিতায় বিডি ক্লিন বাংলাদেশ পরিছন্নতা অভিযানের আয়োজন করে।