সিনসা সাহিত্য গোষ্ঠীর উদ্যোগে জাতীয় কবির মৃত্যুবার্ষিকী পালিত

// বিশেষ প্রতিনিধিঃ 

সিনসা সাহিত্য গোষ্ঠীর উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭ তম মৃত্যু বার্ষিকী  উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধ্যা সাড়ে ৭ টায় দৈনিক সিনসা কাযার্লয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী

হেলালী। দৈনিক সিনসার নির্বাহী সম্পাদক কবি আমিনুর রহমান খানের সভাপতিত্বে এবং সিনসা সাহিত্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা এস এম মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুমন শামস্ , সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার সভাপতি ড. মনছুর আলম এবং সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী। আলোচনায় অংশ নেন পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের নন টেক বিভাগের বিভাগীয় প্রধান আলী আকবর মিয়া রাজু, দৈনিক যুগান্তর সুজানগর প্রতিনিধি এম এ আলিম রিপন, কৃষ্ণপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খন্দকার নাছিমা খানম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সাঈদ উল ইসলাম, সাংবাদিক ও শিক্ষক ফজলুর রহমান খান, মুক্তদৃস্টি সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি শফিক আল কামাল ও সাধারণ সম্পাদক মোমতাজ রোজ কলি, কবি কামরুন্নাহার শিল্পী, বাচিক শিল্পী মঞ্জুরুল ইসলাম, কবি ও ছড়াকার মহসিন আলী,

কবি আজিজা পারভীন, কবি  ও গীতিকার উত্তম কুমার দাস, পাবনা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি রমজান আলী, কবি বেলাল হোসেন,বিং হিউম্যান বাংলাদেশ সভাপতি শোআইব আহমেদ প্রমুখ। শেষ পর্বে  জাতীয় কবির রূহের মাগফিরাত

কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ আল চিশতী নিজামি ফকির।