আদমদীঘিতে গ্যাসসিলিন্ডারের আগুনে দগ্ধ নারীর মৃত্যু

// আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে গ্যাসের চুলায় রান্না করার সময় ওড়নায় লাগা আগুনে দগ্ধ রিতা বাঁশ ফোঁড় (২৭) নামের এক নারী ৫দির জীবনের সাথে পাঞ্জা লড়ে অবশেষে গত মঙ্গলবার (৩০ আগস্ট) দিবাগত রাত ১ টায় ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে ইহলোক ত্যাগ করেছে। সে আদমদীঘি উপজেলা সদরের মাঝিপাড়ার সোহেল বাঁশফোঁড়ের স্ত্রী।
পারিবারিক সুত্রে জানাযায়, গত ২৫ আগস্ট সকাল ৮টায় ওই গৃহবধু বাসার গ্যাসের চুলায় দুধ গরম করার জন্য গ্যাসের সুইচ অন করে। দুধ গরম করার সময় অসাবধানতা বসত: তার শরীরে থাকা ওড়নায় আগুন লেগে দগ্ধ হয়। পরে দগ্ধ রিতা রানী বাঁশফোরকে প্রথমে আদমদীঘি এরপর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার দিবাগত রাতে সে ইহলোক ত্যাগ করে। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি জিডি করা হয়েছে বলে ডিউটি অফিসার উপ পরিদর্শক হাফিজুর রহমান জানান।