// মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ সৌদি আরব (রিয়াদ)-এ কর্মরত প্রবাসী বাংলাদেশী গৃহকর্মী রেজিয়া বেগম (৪৩) এর দীর্ঘ নয় মাসেও সন্ধান পাচ্ছে না পরিবার। সন্ধান কামনায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস মৌলভীবাজার এর মাধ্যমে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ঢাকা মহা-পরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন গৃহকর্মী রেজিয়া বেগম এর ছোট বোন মোছাঃ হাজিরা বেগম। জানা গেছে- বড়লেখা উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামের ৯নং ওয়ার্ডের মৃত : আব্দুর নুর এর কন্যা সৌদি আরব (রিয়াদ)-এ কর্মরত রেজিয়া বেগম, (ফোন- 00966553859269, 00966500378623) পাসপোর্ট নং- ঊঅ ০৮০৩৭৯৯, গত ২৭/১১/২০১৯ইং তারিখে A.T.B OVERSEAS LTD. LICENCE NO- RL- 321, CELL :, ৩২১, ঈঊখখ : ০১৯৯৩-৭৯৯৭৫৮, ০১৭৯৯-৪৯১৯৯৩, E-MAIL : atboverseas321@gmail.com, , এর মাধ্যমে সৌদি আরব (রিয়াদ) গমন করেন। সেখানে কর্মরত থাকা অবস্থায় বিগত ১১/১১/২০২১ইং ফোনে (০০৯৬৬৫৫৩৮৫৯২৬৯) সে তার পরিবারকে জানায় সেখানে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে। বাংলাদেশে যোগাযোগের কথা বললে কফিল তাকে মারধর করেন এবং নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন। ঐদিন থেকে তার সাথে পরিবারের আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি। উক্ত রেজিয়া বেগম-কে উদ্ধার করে বাংলাদেশে আনয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও যাবতীয় বেতন ভাতাসহ তার ন্যায্য পাপ্য আদায় করার জন্য রাষ্ট্রের কাছে জোর দাবী জানান। এ ব্যপারে জানতে চাইলে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস মৌলভীবাজার এর সহকারি পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন সত্যতা স্বীকার করে বলেন- সৌদি আরব (রিয়াদ)-এ কর্মরত প্রবাসী বাংলাদেশী গৃহকর্মী রেজিয়া বেগম নিখোঁজ এর বিষয়ে ও পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ এর সুত্র ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।