আদমদীঘিতে পাঁচ লক্ষাধিক নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ

// আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে বিক্রির জন্য নিয়ে আসা পাঁচ লক্ষাধিক নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ করা হয়েছে। গত রোববার (৬ আগস্ট) দিবাগত রাত ৩টায় বগুড়ার আদমদীঘি থানা টহল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার তালশন মাগুর পট্টি এলাকা থেকে এসব পোনা মাছ জব্দ করেন। এ সময় মাছ ব্যবসায়ী পালিয়ে যায় বলে জানা গেছে।
আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল জানান, যশোর জেলা থেকে প্রায় পাঁচ লক্ষাধিক নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা রোববার দিবাগত রাত ৩টায় ট্রাকযোগে আদমদীঘি উপজেলার তালশন মাগুর পট্রি নামক বাজারে নিয়ে আসার পর ওই মাছ বিক্রির জন্য কৌশলে ৫টি ড্রামে ভর্তি করা হয়। এসময় আদমদীঘি থানার একদল টহল পুলিশ সংবাদ পেয়ে ওই স্থানে অভিযান চালিয়ে প্রায় পাঁচ লক্ষাধিক নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ করেন। যার বর্তমান বাজার মূল্য ৫ লাখ টাকা।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা নিষিদ্ধ এসব আফ্রিকান পোনা মাছ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার হেফাজতে দেয়ার পর গতকাল সোমবার বেলা ১টায় প্রকাশ্যে মাটির নীচে পুতে ধংস করা হয়েছে।