// মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর আয়োজনে “ডেঙ্গিমুক্ত অফিস এবং ডেঙ্গি প্রতিরোধে আমারা” শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান ও প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ ৬ আগষ্ট সকালে। মৌলভীবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন- মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন- মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আকতার হুসেন। এ সময় উপস্থিত ছিলেন- জনশক্তি জরীপ কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান আকন্দ, বিদেশ গমনেচ্ছু পুরুষ-নারীসহ বিভিন্ন শ্রেনীর লোকজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন।