// বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গৃহকর্মী সমাবেশ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ মার্চ) দুপুরে অক্সফাম ইন বাংলাদেশ এর সহযোগিতায় এবং বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের “প্রমোশন অব উইমেন এম্পাওয়ামেন্ট অ্যান্ড রাইটস (পাওয়ার)” প্রকল্পের উদ্যোগে উন্নয়ন সংঘের শেওলা হলে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিটুস লরেন্স চিরান।
উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক রফিকুল আলম মোল্লার সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপন করেন উন্নয়ন সংঘের মানব সম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম।
এসময় বক্তব্য রাখেন পাওয়ার প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জোৎস্না আক্তার, গৃহকর্মীদের মধ্যে তাসলিমা আক্তার, আরতী রবিদাস, কুলসুম বেগম, শিরিনা বেগম প্রমুখ।
সমাবেশে জামালপুর সদর ও সরিষাবাড়ী উপজেলার ৪৫ জন গৃহকর্মের সঙ্গে জড়িত নারীকে উপহার (শাড়ি) সামগ্রী বিতরণ করা হয়।
সমাবেশের আলোচনা সভায় গৃহকর্মীদের কর্মস্থলে, পরিবারে এবং সমাজে বৈষম্য হ্রাস করা, কর্মী হিসাবে তাদের অধিকার নিশ্চিত করানোর জন্য লক্ষিত গৃহকর্মীদের মধ্যে জ্ঞান, দক্ষতা এবং নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি করা ,
সরকারি প্রতিষ্ঠান এবং অন্যান্য পরিষেবা, সুশীল সমাজ এবং নীতি ধারকদের সহনশীলতা বৃদ্ধি হয়েছে এবং পরিষেবাতে গৃহকর্মীদের সহজ প্রবেশাধিকার তৈরি হওয়া নিয়ে আলোচনা করা হয়।