১০ দফা দাবিতে পাবনায় বিএনপির মানববন্ধন 

//

আব্দুল জব্বার, পাবনা: নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কৃষি পণ্যের মূল্য বৃদ্ধি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে পাবনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পাবনা জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১১ মার্চ) বেলা ১২টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডে এই কর্মসূচি পালিত হয়। 

জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট মাসুদ খন্দকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামাল তালুকদার লালু। 

এসময় বক্তারা বলেন, শুধু রাজনৈতিক নেতৃবৃন্দ নয় প্রতিটি মানুষ এই সরকার প্রতি অতিষ্ঠ। নিম্ন আয়ের মানুষ আজকে দুবেলা দুমুঠো খেতে পারেন না। শুধুমাত্র সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে প্রতিটি দ্রব্যমূলের দাম বেড়েছে। প্রতিটি মানুষ এই সরকারের পতন চায়। তাই যেকোন সময় গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের বিদায় ঘণ্টা বেজে উঠবে। 

মানববন্ধন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, নুর মোহাম্মদ মাসুম বগা, ও আবু ওবায়েদ শেখ তুহিনসহ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।