লালপুর (নাটোর) প্রতিনিধি ঃ
আজ ১৩ ডিসেম্বর লালপুর হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করে উপজেলা মোড় প্রদক্ষিণ শেষে র্যালিটি শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার( ভুমি) দেবাশীষ বসাক এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা বয়েতুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা কে এম শাহাদাত, গোপালপুর ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা প্রমুখ।
অপর দিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি আনিসুর রহমান, লালপুর ইউপি চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক পলাশ, অর্জুন পাড়া বরমহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার প্রমূখ।