সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় জেওন আফরোজ কনিকা (৩৯) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আত্মহত্যা করেছেন। সোমবার দুপুর পৌনে ১ টার দিকে শহরের পুরান বগুড়া মোল্লাপাড়ার ভাড়া বাসা থেকে পুলিশ তার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
জেওন আফরোজ কনিকা বগুড়া সদর উপজেলার কৈচড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সিরাজুল ইসলামের স্ত্রী৷
স্থানীয়রা জানান, স্বামীর সাথে পারিবারিক কলোহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রুবেল সরকার।
তিনি জানান, স্কুল শিক্ষিকা জেওন আফরোজের স্বামী সিরাজুল একটি বেসরকারি প্রাতিষ্ঠানে যশোরে কর্মরত আছেন। সোমবার সকাল ৯ টার দিকে স্বামী সিরাজুলের সাথে এই স্কুল শিক্ষিকার মুঠোফোনে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি অভিমানে নিজ শয়ন ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন মর্মে প্রাথমিকভাবে জানা যায়।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, স্কুল শিক্ষিকা ও তার স্বামীর মধ্যে দীর্ঘদিন যাবত পারিবারিক কলোহ চলে আসছে। তবে এর সঠিক কারণ তারা এখনও জানতে পারেন নি।
এ প্রসঙ্গে বগুড়া সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় ইতিমধ্যে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এছাড়াও লাশের ময়নাতদন্ত করা হয়েছে।