সাঁথিয়ায় জলবায়ু প্রভাবমুক্ত উচ্চমূল্য ফসল উৎপন্ন পলিনেট হাউজ উদ্বোধন


সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
কৃষি প্রধান পাবনার সাঁথিয়ায় মাধপুর মাঠে বৃহস্পতিবার সকাল ১১টায় জলবায়ুর ক্ষতিকর প্রভাবমুক্ত নিয়ন্ত্রিত পরিবেশে বছরব্যাপী উচ্চমূল্য ফসল উৎপাদন আধুনিক প্রযুক্তি “পলিনেট হাউজ” উদ্বোধন করা হয়েছে।
সাঁথিয়া উপজেলা কৃষি সম্প্রসারন অফিসের আয়োজনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে রাজশাহী বিভাগে কৃষি উন্নয়ন প্রকল্পের
আওতায় নির্মিত পলিনেট হাউজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি প্রকল্প পরিচালক আরডিএডিপিড. এস এম হাসানুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন, সাঁথিয়া উপজেলা কৃষি অফিসার সঞ্জীব কুমার গোস্বামী, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার ফারুক হোসেন চেীধুরী,
সাঁথিয়া মপ্রেসক্লাব সভাপতি মানিক মিয়া, আমাদের সময় প্রতিনিধি আবু ইসহাকসহ উপসহকারি কৃষি কর্মকর্তাগন ও স্থানীয়
কৃষক নজরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি বলেন, পলিনেট হাউজ প্রকল্পটি আধুনিক পরিবেশ বান্ধব উষ্ণ সহিষ্ণু প্রযুক্তির মাধ্যমে সারা বছর উচ্চ ফলনশীল ফসল উৎপাদন প্রকল্প। অতিরোদ-অতিবৃষ্টি রোধ করে ক্রীটনাশক মুক্ত ফসল উৎপাদন করা হবে। এ প্রযুক্তির ব্যবহারে কৃষক বার মাস ফসল উৎপাদন করে
লাভবান হবে।