স্যামসান এইচ চৌধুরীর সহধর্মিনীর মৃত্যুতে পাবনার বিভিন্ন মহলের শোক

রফিকুল ইসলাম সুইট : বিশিষ্ট শিল্পউদ্যোক্তা স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিনী মিসেস অনিতা চৌধুরী রোববার দুপুর ১ টা ৬ মিনিটে পরলোকগমন করেছেন।তার মৃত্যুতে পাবনার বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন, সংস্থা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীর সমাজ গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি তিন ছেলে এক মেয়ে, নাতী নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানানো হয়।
মিসেস অনিতা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দীন।
মিসেস অনিতা চৌধুরী মুত্যুতে গভীর শোক জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবীর।
পাবনা জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, যুবলীগ আহবায়ক আলী মর্তুজা বিশ^াস সনি, যুগ্ন আহবায়ক শিবলী সাদিক, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক রাবিবউল সিমান্ত, জেলা যুব মহিলা লীগের সভাপতি আরেফা খানম শেফালী, সাধারণ সম্পাদক কহিনুর ফেরদৌস কনা, জেলা শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলী, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রকি, বঙ্গবন্ধু পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শামসুদ্দিন, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মেনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক সুজন মাহমুদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শোক জানান।
পাবনা জেলা পরিষদের পক্ষ থেকে মিসেস অনিতা চৌধুরী মুত্যুতে গভীর শোক জানানো হয়েছে। পাবনা জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন জেলা পরিষদের পক্ষ থেকে মিসেস অনিতা চৌধরীর মৃত্যুতে গভীর শোক জানান।
পাবনা পৌরসভার পক্ষ থেকে মিসেস অনিতা চৌধুরী মুত্যুতে গভীর শোক জানানো হয়েছে। পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান পৌরসভার পক্ষ থেকে মিসেস অনিতা চৌধরীর মৃত্যুতে গভীর শোক জানান।
পাবনা প্রেস ক্লাবের পক্ষ থেকে মিসেস অনিতা চৌধুরী মুত্যুতে গভীর শোক জানানো হয়েছে। পাবনা ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ পাবনার সাংবাদিকদের পক্ষ থেকে মিসেস অনিতা চৌধরীর মৃত্যুতে গভীর শোক জানান।
পাবনা সংবাদ পত্র পরিষদের পক্ষ থেকে মিসেস অনিতা চৌধুরী মুত্যুতে গভীর শোক জানানো হয়েছে। সভাপতি আব্দুল মতীন খান ও সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহীদ পাবনার স্থানীয় পত্রিকা সমূহের পক্ষ থেকে মিসেস অনিতা চৌধরীর মৃত্যুতে গভীর শোক জানান।