বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

সঞ্জু রায়, বগুড়া: ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ প্রতিপাদ্যতে সারাদেশের ন্যায় বগুড়াতেও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২।  দিবসটি উপলক্ষে শনিবার সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) বগুড়া সার্কেলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটিতে সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের বটতলায় বগুড়ার সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: জিয়াউল হক। উদ্বোধন পরবর্তী নিরাপদ সড়ক নিশ্চিতে সচেতনতামূলক নানা রং বেরঙ্গের প্ল্যাকার্ড নিয়ে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে শহরের সাতমাথা হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র‌্যালি পরবর্তী বগুড়ার অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট সালাহউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, চালক কিংবা পথচারী যেই হোক না কেন নিরাপদ সড়ক নিশ্চিতে সকলকেই সচেতন হতে হবে। শুধুমাত্র আইন প্রয়োগ করে সড়কে শৃঙ্খলা আনা সম্ভব না। সড়ক নিরাপদ করতে প্রথমে আমাদের সকলের মানসিকতার পরিবর্তন করতে হবে। নাগরিক হিসেবে সড়কে আমাদের যে দায়িত্ব রয়েছে তা মানতে হবে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ বগুড়ার সহকারী পরিচালক (ইঞ্জিঃ) এ.টি.এম ময়নুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আযম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আক্তার এবং অতিরিক্ত পুলিশ সুপার (হাইওয়ে) আবু হায়দার মোঃ ফয়জুর রহমান। বিআরটিএ বগুড়ার মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদের ব্যবস্থাপনায় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা বাস, মিনিবাস (কোচ) পরিবহন মালিক সমিতির কার্যকরি সভাপতি তৌফিক হাসান ময়না, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কবির আহমেদ মিঠু, আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মন্ডল এবং নিরাপদ সড়ক চাই বগুড়ার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সোহাগ।

 এসময় অনুষ্ঠানে  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (গোপনীয়) গাজী মূয়ীদুর রহমানসহ জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, নিসচা বগুড়ার নেতৃবৃন্দ, পেশাজীবি চালকবৃন্দসহ সকল শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএ বগুড়া সার্কেলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় সপ্তাহব্যাপী বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন যেমন: জনবহুল স্থান ও শিক্ষা প্রতিষ্ঠানে নিরপদ সড়ক নিশ্চিতে করনীয় সম্পর্কিত সচেতনতামূলক ভিডিও চিত্র প্রদর্শন, সড়কে লিফলেট বিতরণসহ মোবাইল কোর্ট পরিচালনাসহ পর্যায়ক্রমে নানা কর্মসূচি পালিত হবে বলে জানান মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদ।