১৪৪ ধারা নিষেধ্যাক্কা অমান্য করে ঈশ্বরদীতে জোর পূবক পাকা নির্মান কাজের অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ আদালতের ১৪৪ ধারা নিষেধ্যাক্কা অমান্য করে অন্যের জমির উপার পাকা নির্ম্যন কাজ করা হচ্ছে বলে পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর গ্রামের লাভলু সহ ৪ জন সহদল ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। লাভলু সহ ৪ জন স্থানীয় সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের কাশেম প্রাং এর পুত্র।
পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের পিটিশন মামলা নং- ৬৭৩/ ২০২২ (ঈশ্বরদী) এর সূত্রমতে জানা গেছে, গত ৯ আক্টোবর সকাল ১০ টার দিকে বিবাদী লাভলু, সুজন, জীবন ও বিপ্লব জয়নগর গ্রামের কাশেম প্রাং এর পুত আয়াকুব আলী সরকারে জমি জোর পূর্বক দখল করার উদ্ধেশ্যে ইট, বালু সহ ঘর নির্মানের সরন্তাম জমা করতে থাকলে পির্টিশন মামলার বাদী ইয়াকুব সরকার বাধা প্রদান করলে বিবাদীগন উল্লেখিত সম্মিত্তিতে জোর পূর্বক ঘর নির্মান করিবে বলে হুমকি দিয়ে চলে যায়।
ঘটনার পর জয়নগর গ্রামের মৃত- ইসমাইল হোসেন সরকারের পুত্র ইয়াকুব আলী সরকার বাদী হয়ে পরদিন ১০ অক্টোবর পাবনার জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদাবি কাঃ বিধির ১৪৪ ধারা মামলা দায়ের করেন। মামলার শুনামী শেেেষ বিজ্ঞ জেলা ম্যাজষ্ট্রেট উল্লেখিত সম্পিত্তি উপর ১৪৪ ধারা জারি করার আদেশ দিয়ে ঈশ্বরদী থানার অফিসার আনচার্জ কে নিদের্শ প্রদান করেন।
সে মোতাবেক ঈশ্বরদী থানার এ এস আই শাফিরুর ইসলাম বিজ্ঞ আদালতের নিদের্শ মোতাবেক উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায়ে রাখের স্বার্থে গত ১১ অক্টোবর ফৌঃ কাঃ বিধি আইনে ১৪৪ ধারার নোটিশ জারী করেন। নোটিশে বলা হয় বিজ্ঞা আদালতের নির্দেশ অমান্য করিলে, আদেশ অমান্য কারীর বিরূদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।
১৪৪ ধারা জারি অমান্যে করে দ্বিতীয় পক্ষ গত ১৩ অক্টোবর উল্লেখিত জমিতে বে- আইনী ভাবে ঘর- বাড়ী নির্মাান করিতে গেলে এ বিষয়ে অভিযোগ এনে ইয়াকুব আলী সরকার বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি লিখিত অবিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ঈশ্বরদী থানার এ এস আই শাফিউর ইসলামকে জিঙ্গাসাবাদ করিলে তিনি বলেন, উল্লেখিত জমির উপর আদালতের আদেশ মোতাবেক ১৪৪ ধারা নিষেধ্যাক্কা জারী করা হয়েছে। কেউ যদি দিষেধ্যাক্কা অমান্য কেের তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও তিনি পিটিশন মামলার বাদীকে আইন অমান্য কারিদের বিরূদ্ধে অভিযোগ এনে আদালতের সরবনাপন্ন হওয়ার পরামর্শ প্রদান করেন।
উল্লেখ যে, উল্লেখিত সম্পত্তিতে মহামান্য হাইকোর্টের রায় রয়েছে বলে সূত্র মতে জানা গেছে।