ঈশ্বরদীর বিএনপি নেতা বিষ্টু সরকারের মাতা পরলোকে

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:
ঈশ্বরদী পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব বিষ্টু কুমার সরকারের মাতা অনুরূপা রানী সরকার (১০৫) মঙ্গলবার (১৩ মে) সকাল ৮টার দিকে অরোণকালাস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেছেন।

মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৪ কণ্যা, নাতি-নাতনী, আত্মীয়-স্বজন ও বহুগুণগ্রাহি রেখে গেছেন। দুপুর দেড়টার দিকে ঈশ্বরদী পৌর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

তাঁর মৃত্যুতে বিএনপি নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি’র আহব্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও পৌর মেয়র মোকলেছুর রহমান বাবলু, পাবনা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, পৌর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নুসহ ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি, দলীয় ও অংগ সংগঠনের সকল পর্যায়ের নেতা ও কর্মী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।