নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট ডলার গ্রেফতার

নাটোর প্রতিনিধি
নাটোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও নাটোর থানা স্বনির্ভর সমবায় সমিতি (ইউসিসিএ) সভাপতি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ ডলারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের বঙ্গজ্জল এলাকায় ইউসিসিএ এর নিজস্ব কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, ইসতিয়াক আহমেদ ডলারের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুইটি মামলা রয়েছে। সেই মামলায় গ্রেফতার করে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তবে তার স্ত্রী আছমা আক্তার বীথি দাবী করেছেন তার স্বামী অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ ডলারের বিরুদ্ধে কোন মামলা নেই। আটকের পর পুরনো দুটি মামলায় অজ্ঞাত আসামী হিসেবে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়েছে।