বকশীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে ও বিভিন্ন মামলায় ১১ জন আটক

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ও বিশেষ অভিযানে এবং পরোয়ানাভুক্ত আসামি সহ ১১ জনকে আটক করা হয়েছে।
বকশীগঞ্জ থানা পুলিশ সোমবার (১২ মে) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের করেন।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের দিক নির্দেশনায় বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানা পুলিশ অভিযান পরিচালনা করেন। অভিযানে চলমান অপারেশন ডেভিল হান্ট ও বিশেষ অভিযানে ৫ জন, সিআর ও জিআর পরোয়ানাভুক্ত আসামি ৬ জন সহ মোট ১১ জনকে আটক করা হয়। আটককৃতরা জামালপুর ও ময়মনসিংহ জেলার বাসিন্দা।
বিভিন্ন মামলায় আটককৃত এসব আসামি মঙ্গলবার (১৩ মে) দুপুরে জামালপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরাধ দমনে ও শান্তি শৃঙ্খলা রক্ষায় বকশীগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি খন্দকার শাকের আহমেদ।