আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে সোহাগী বেগম (২৫) নামের এক গৃহবধূ ভাড়া বাসা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গত সোমবার (১২ মে) বেলা ১১টায় উপজেলার শিয়ালসন গ্রামে একটি ভাড়া বাসা থেকে সে নিখোঁজ হয়। সোহাগী বেগম আদমদীঘি সদর ইউনিয়নের উজ্জ্বলতা গ্রামের মাছ ব্যবসায়ী শেখ ফরিদের দ্বিতীয় স্ত্রী। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
নিখোঁজ সোহাগী বেগমের স্বামী শেখ ফরিদ জানায়, ২০২৪ সালে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির পালনকুড়ি গ্রামের বেলাল আকন্দের মেয়ে সোহাগী বেগমকে ২য় বিয়ে করেন। গত দুই মাস আগে আদমদীঘি উপজেলার শিয়ালসন গ্রামের ব্যবসায়ী মনিরের বাসা ভাড়া নিয়ে তারা বসবাস করে আসছিলেন। গত সোমবার সকালে তার স্ত্রী সোহাগী বেগমকে ওই ভাড়া বাসায় রেখে পাঙ্গাস মাছের রেনু পোনা বিক্রি করার জন্য দিনাজপুর জেলার পার্বতীপুর এলাকায় যান স্বামী শেখ ফরিদ। সেখানে রেনু মাছ বিক্রি করে ওইদিন বিকেলে বাসাতে এসে দেখেন তার স্ত্রী সোহাগী বেগম ওই ভাড়া বাসাতে নেই। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে সোমবার সন্ধ্যায় তার স্বামী শেখ ফরিদ আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেন। আদমদীঘি থানার উপ-পরিদর্শক বাবুল আক্তার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
