মজিবুল হক চুন্নু , তাড়াইল উপজেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলা নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ পপি খাতুন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ হাবিলউদ্দীন এর সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রাশিদুল ইসলাম এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, উপজেলা প্রকৌশলী অফিসার জাহিদুল ইসলাম ও বিভিন্ন অফিসার বর্গগন
কিশোরগঞ্জ জেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক, তাড়াইল উপজেলা নবনির্বাচিত বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক দিগদাইড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সারোয়ার আলম
, সাংবাদিকদের পক্ষে তাড়াইল উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থা হুমায়ুন কবির জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় উপজেলা পর্যায়েরর বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজ, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে উপস্থিত প্রত্যেকে স্ব-স্ব পরিচয় দেন। এরপর আলোচনা সভায় বক্তারা নবাগত ইউএনও’র দৃষ্টি আর্কষণ ও হস্তক্ষেপের জন্যে উপজেলার বিভিন্ন পর্যায়ের নানা সমস্যার দিক উল্লেখ করেন। পরে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ পপি খাতুন তার বক্তব্যে বিভিন্ন বক্তার আনিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করা সহ উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।