গাজীপুরের টঙ্গীর আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইমাম মাওলানা রইস উদ্দীন (রহ.) কে মিথ্যা অভিযোগ এনে মব তৈরী করে নির্মমভাবে মারপিট করা হয়। এরপর তাঁকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি, ন্যুনতম মানবিক সহায়তা থেকেও বঞ্চিত করা হয়েছে। এমনকি পানি পর্যন্ত খেতে দেওয়া হয়নি। ফলে গুরুতর আহত অবস্থায় তিনি ইন্তিকাল করেন। এ ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও মর্মান্তিক। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অতি দ্রুততার সাথে অপরাধীদেরকে বিচারের সম্মুখীন করার দাবী জানাই।
উল্লেখ্য ইতোপূর্বে বিগত সরকারের আমলে ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া ইসলামিয়ার সাবেক ছাত্র বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা নুরুল ইসলাম ফারুকী (রহ.) কে শহীদ করা হয়েছিল। কিন্তু অদ্যবধি এর কোনো সুষ্ঠু বিচার করা হয়নি। আমি দ্ব্যার্থহীনভাবে বলতে চাই, বাংলাদেশের অধিকাংশ জনগণ শান্তিপ্রিয় ও সুন্নি মুসলিম। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু এটাকে শান্তিপ্রিয় মুসলিমদের দূর্বলতা ভাবলে ভুল হবে। অতি দ্রুত মরহুম ইমাম মাওলানা রইস উদ্দীন (রহ.) সহ ইতোপূর্বে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে সেসকল হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত সকল হত্যাকারীদের তদন্তপূর্বক সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য জোর দাবী জানাচ্ছি।