সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে ব্যর্থ ছিল নিগার সুলতানা জ্যোতির দল। যার প্রভাব পড়েছে র্যাংকিংয়ে। আইসিসি থেকে প্রকাশিত মেয়েদের টি-টোয়েন্টি দলের বার্ষিক হালনাগাদকৃত র্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে টাইগ্রেসরা। তাদের টপকে নবম স্থানে উঠে এসেছে আয়ারল্যান্ড।
শুক্রবার (২ মে) আইসিসির প্রকাশিত মেয়েদের টি-টোয়েন্টি ফরম্যাটে বার্ষিক হালনাগাদকৃত র্যাংকিংয়ে ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত পারফরম্যান্সকে বিবেচনায় নেওয়া হয়েছে ৫০ ভাগ, পরের এক বছরের পারফরম্যান্স বিবেচনায় আনা হয়েছে শতভাগ।
৫০ ভাগ বিবেচনার সময়টাতে বাংলাদেশ ৩৬ ম্যাচের মধ্যে জিতেছে ১৩টিতে, ঠিক সমান ম্যাচ খেলে আইরিশরা জিতেছে ২০টিতে। শতভাগ বিবেচনার মেয়াদকালে বাংলাদেশের জয় ছিল ১৭ ম্যাচের মধ্যে কেবল তিনটিতে, আয়ারল্যান্ডের জয় ১০ ম্যাচের সাতটিতে।
এই দুই দলের সবশেষ মুখোমুখি লড়াইয়ে গত ডিসেম্বরে বাংলাদেশে এসে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় আইরিশরা।
অন্যদিকে, র্যাংকিংয়ের শীর্ষ আটে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। শীর্ষে থাকা অস্ট্রেলিয়া অবস্থান আরও সংহত করেছে হালনাগাদের পর রেটিং পয়েন্ট বেড়ে যাওয়ায়। হালনাগাদের পরও সমান রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই দুইয়ে ও তিনে আছে ইংল্যান্ড ও ভারত।
বিশ্ব চ্যাম্পিয়ন্স নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ২ বাড়লেও অবস্থান আছে চারেই। পাঁচে আছে দক্ষিণ আফ্রিকা, ছয়ে ওয়েস্ট ইন্ডিজ, সাতে শ্রীলঙ্কা, আটে পাকিস্তান।