নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠনসহ ৯ দফা দাবীতে কেন্দ্রীয় সম্মেলনকে সফল করতে বর্ণাঢ্য র্যালী করেছে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর আলুপট্টিতে সমাবেশ শেষে বের করা হয় বর্ণাঢ্য র্যালী। বর্ণাঢ্য র্যালীটি জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে কেন্দ্রীয় সম্মেলনে মিলিত হয়। এর আগে র্যালি চলাকালীন শহরের বিভিন্ন স্থানে নিজস্ব বাদ্যযন্ত্রের তালে-তালে নাচ গানে মেতে ওঠেন অদিবাসী জনগোষ্ঠীরা। একরকম আনন্দ উল্লাসেই তারা উপভোগ করেন বিশেষ এই দিনটিকে। এসময় তাদের ব্যতিক্রম মনোমুগ্ধকর নৃত্য দেখতে জড়ো হয় নগরীর উৎসুক জনতা। র্যালিতে আদিবাসীদের ছাত্র ও যুকবদের হাতে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করতেও দেখা যায়। প্ল্যাকার্ডগুলো লেখা ছিল সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন কর, করতে হবে ভূমি অফিসের দুর্নীতি বন্ধ কর, করতে হবে,উচ্চ শিক্ষা ক্ষেত্রে আদিবাসী কোটা ও বৃত্তির ব্যবস্থা কর করতে হবে।
