ইয়ানূর রহমান : যশোর শহরের মণিহার এলাকায় রোববার রাতে হঠাৎ করেই বাংলাদেশ আওয়ামী লীগের মিছিল হয়েছে। মুহূর্তেই মিছিলটির একটি ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, মিছিলটি আর এন রোড, নড়াইল স্ট্যান্ডসহ গোটা এলাকা ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিয়ে প্রদক্ষিণ করে। স্বাভাবিকভাবে হেঁটে হেঁটেই মিছিলটি এলাকা প্রদক্ষিণ করে।
এর আগে হয়ে যাওয়া ঝটিকা মিছিলগুলোর তুলনায় রোববার রাতের মিছিলটি অপেক্ষাকৃত বড় ছিলো। এসময় কোনো ভয়ভীতিতে দৌড়ে নয়,
বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মিছিলটির ভিডিও দেখা যায়।