পরিবারের দাবী পরিকল্পিত হত্যা কান্ড বিচার ও আসামীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেনের হত্যার বিচারের দাবীতে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে জড়িত আসামীদের গ্রেফতারের দাবিতে ২৮ এপ্রিল সোমবার দুপুরে চৈত্রঘাট বাজারে, চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতি,এলাকাবাসী এবং স্বেচ্চায় রক্তদান সামাজিক সংগঠনের যৌত্র আয়োজনে প্রায় ৩ ঘন্টা ব্যাপি বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাজার ব্যবসায়ী সফিক মিয়ার সভাপতিত্বে ও মোস্তফা আহমদ ও আবু হানিফা চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন-নিহত ইকবালের পিতা এলাইচ মিয়া, সানওয়ার আহমদ, কয়েছ আহমদ, সুবাশ মল্লিক, গিয়াস মিয়া, পারভেজ মিয়া, নান্টু দেব, মাওলানা সামছুল ইসলাম, মাওলানা হাসান, শামিম আহমদ, সোয়েব আহমদ ফাহিম সহ বিভিন্ন লোকজন। বক্তারা এটি পরিকল্পিত হত্যাকা- বলে অভিযোগ করে বলেন- ব্যবসায়ী ইকবাল হোসেন-কে হত্যার পর রেললাইনে ফেলে রাখা হয়ে ছিলো, যেন এটি দুর্ঘটনা মনে হয়, এ ঘটনায় তার স্ত্রী ও শশুর বাড়ীর অথবা তাদের ঘনিষ্টজন জড়িত
থাকতে পারে বলে অভিযোগ করেন। আগামী ২৪ ঘন্টার ভিতরে তদন্তপুর্বক ইকবাল হত্যায় জড়িতদের গ্রেপ্তারের জোর দাবী জানান। উক্ত মানববন্ধনে হাজারের অধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। নিহত ইকবাল উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের এলাইছ মিয়ার পুত্র। উল্লেখ্য- গত ২৫ এপ্রিল শুক্রবার ইকবাল তার স্ত্রীকে নিয়ে তার শ্বশুর বাড়ি কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে বেড়াতে গিয়েছিল।
শনিবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে খবর আসে সে নিখোঁজ হয়েছে। পরদিন ২৭ এপ্রিল কমলগঞ্জের বড়গাছ এলাকায় রেললাইনের পাশে হাত পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্ত শেষে ২৭ এপ্রিল সন্ধা ৭ টায় তার নিজ গ্রামে দাফন কাফন সম্পন্ন হয়। উক্ত জানাযার নামাজে শশুর বাড়ীর লোকজন অংশ গ্রহন করেন নি।