পাকিস্তানে বোমা হামলায় উড়ে গেলো গাড়ি, নিহত ২

পাকিস্তানের উপকূলীয় শহর পাসনিতে এক গাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির দুইজন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে একজন বেসামরিক লোক। সোমবার (২৮ এপ্রিল) পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলা ছাড়াও কাচ্চি জেলার ধাহার পুলিশ লাইন্সে এবং সিবি টাউনে একটি পশুপালন কার্যালয়ে গ্রেনেড হামলা হয়েছে।

পাক কর্মকর্তারা বলেছেন, গত রাতে গোয়াদার জেলার পিশিন টাউনের মুসকান চৌকে একটি গাড়ি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। এতে গাড়িতে থাকা নিরাপত্তা বাহিনীর দুইজন সদস্য নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন।

পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, শক্তিশালী বিস্ফোরণে গাড়িটি উড়ে যায় ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে পাসনি শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক শুরু হয়।

তবে বিস্ফোরণের পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিভিন্ন নিরাপত্তা এজেন্সির সদস্যরা। হতাহতদের দ্রুত জেলা হাসপাতালে পাঠানো হয়।

নিহতরা হচ্ছেন, পাসনির বাসিন্দা নওয়াব সালমান এবং পাঞ্জাবের খুশাব জেলার বাসিন্দা মুহাম্মদ নওয়াজ।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু সশস্ত্র ব্যক্তি কাচ্চি জেলার ধাহারের পুলিশ লাইন্স এলাকা এবং সিবির একটি পশুপালন অফিসে হাতবোমা নিক্ষেপ করে। তবে এই গ্রেনেড হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।