মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা বধির কল্যাণ সংস্থা‘র কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ২৫ এপ্রিল বিকালে কামলাপুর বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জেলার প্রায় ২শতাধিক “বধির” নারী-পুরুষের উপস্থিতিতে সাংবাদিক জোসেফ আলী চৌধুরী-কে সভাপতি ও নাজমুল হক-কে সাধারণ সম্পাদক করে সর্ব সম্মত্তিক্রমে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষনা করা হয় ।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি ফুরকান আহমদ, সাংগঠনিক সম্পাদক শোয়েব আলী, কোষাধ্যক্ষ সাইদুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আজীম উদ্দীন। নির্বাহী সদস্য-আকলিমা আক্তার চৌধুরী, মো: নাজমুল আহমদ, অসীম মেদক, নোমান আহমদ ও দুভাষী সদস্য মো: সাইফ উদ্দিন। বধির লোকজন ইশারায় তাদের মনের অভিমত তুলে ধরে জানান-মৌলভীবাজার জেলায় প্রায় ২ হাজার এর অধিক “বধির” লোকজন বসবাস করেন। দেশের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। বাংলাদেশে বিভিন্ন ধরনের
প্রতিবন্ধী রয়েছে। তাদের সকল ক্ষেত্রে পূর্ণ অংশ গ্রহণ, সম-অধিকার রাষ্ট্র নিশ্চিত করতে হবে।এর মধ্যে অন্যতম হলো- শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা, সহায়ক উপকরণ, পুনর্বাসন, কর্মসংস্থান, মুক্ত চলাচল ও যাতায়াতের সুযোগ-সুবিধা,সামাজিক নিরাপত্তা, জেলায় বধির লোকজনদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থা চালু করনসহ বিভিন্ন দাবী তুলে ধরেন। তাছাড়া, সরকারী উদ্যোগের পাশাপাশি বেসরকারী ভাবে বধির ব্যক্তিদের উন্নয়ন ও সহযোগীতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কার্যকরী ভূমিকা রাখার জন্য আহবান জানান।
