চাটমোহরে ব্রীজের ওপর পড়েছিল ৯ বছরের ছেলের লাশ

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) ঃ
পাবনার চাটমোহর হান্ডিয়াল চরনবীন সড়কের ছাইকোলা ব্রীজের ওপর ছালমান নামক ৯ বছর বয়সের শিশুর লাশ পড়েছিল। পুলিশে খবর দেয় জনতা। ছালমান উপজেলার চরনবীন গ্রামের মো. ছাবের আলীর ছেলে। পরিবার থেকে জানান, সে দীর্ঘদিন আগে মাথায় আঘাত পেয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে চলাফেরা করতো। প্রত্যক্ষদর্শী ও হান্ডিয়াল ইউপি মহিলা সদস্য মোছা. জমেলা খাতুন বলেন, শনিবার সকাল প্রায় ৯ টায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি ছালমান। তাকে অনেক খোঁজা খুঁজি করে পায়নি পরিবারের লোকজন।

রবিবার (২৭ এপ্রিল) ভোরে মুসল্লিরা নামাজ পরে যাওয়ার সময় ছাইকোলা ব্রীজের ওপর ভুট্টা শুকানো নেট জালের নিচে তার লাশ দেখতে পায়। স্থানীয়রা ধারণা করছেন, রাতের কোন এক সময় সে ওই ভুট্টা শুকানো জালের নিচে শুয়ে ছিল। চলন্ত কোন গাড়ি তার গাঁয়ের ওপর দিয়ে চলে যাওয়ায় তার এ মৃত্যু হয়েছে।

এ বিষয়ে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয়রা বিষয়টি চাটমোহর থানায় অবগতি করেন। থানা পুলিশ দ্রæত লাশ উদ্ধার করেন। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।