এনামুল হক টগর
মাশুক গুপ্তধন ওলি রূপে দেখি নয়নে
ভাঙা হৃদয় গোপন দর্শন কাঁদি বন্ধুর চরণে।
মাশুক গুপ্তধন
মাটির ঘরে সাগর জলে সোনার মাছ খেলারে
গুপ্তজ্ঞানে গেরিলা যোদ্ধা সন্ধান করে তাহারে
পঞ্চ উপাদান অগম্য সাধন অন্তর আয়নায় প্রেম মিলন।
মাশুক গুপ্তধন
বিরমবনা হতাশ জীবন খুঁজি বন্ধু তোমারে
শরিয়া পুঁথি মারফত জ্ঞান পৃথক সত্তা আলাদারে
প্রতিটি মুমিন প্রতিটি কুরআন নউহে মাহফুজ হিয়ায় ধারণ।
মাশুক গুপ্তধন
শেকড় তুমি রসদ দাও নইলে শুকনো পাতার দহন
মলিন ব্যথায় ঝরে যাবো প্রেম বিরহ বিচ্ছেদ জীবন
মুর্শিদ তোমার দয়ার গুণে টগর অন্তর জ্ঞান জাগরণ।
মাশুক গুপ্তধন।
১৯/০৪/২০২৫