নাটোরে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রিক্সায় শহর ঘুরালো ছাত্রদল, ভিডিও ভাইরাল

নাটোর প্রতিনিধি
নাটোরে মধ্যযুগীয় কায়দায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

রোববার (২০ এপ্রিল) দুপুরে শহরের কানাইখালী এলাকায় এই ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, নাটোর জেলা ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদর (২৫) কে রিক্সায় করে পিটিয়ে গান বাজিয়ে ভিডিও ধারণ করে শহরে ঘুরানো হচ্ছে।

ভুক্তভোগী ছাত্রলীগকর্মী ফয়সাল হোসেন কদর বলেন, আমি ফায়ার সার্ভিসের মোড় থেকে বাড়ি ফেরার সময় পিছন থেকে এলোপাতাড়ি মারপিট শুরু করে নাটোর পৌরসভার ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাঈম ও সাধারণ সম্পাদক রিমন। তারা সবাই নবাব সিরাজ-উদ- দ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়ের সঙ্গে রাজনীতি করে। আমি কিছু বুঝে ওঠার আগেই রিক্সায় তুলে আমাকে শুইয়ে ডিভাইডারের সাথে বারবার মারছিল। এসময় আমার পকেটে থাকা মানিব্যাগের সব টাকাও নিয়ে নেয় তারা। এভাবে পুরো শহর ঘুরায়। আমি বারবার বলছিলাম আমার অপরাধ কি তারা বলছিল তুই ছাত্রলীগ করিস এটাই তোর অপরাধ। পরে লিখিত মুচলেকা নিয়ে আমার বাবা মার কাছে তুলে দেয় তারা।

এ বিষয় জানতে চাইলে নাটোর নবাব সিরাজ-উদ- দ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এসএম জুবায়ের বলেন, ছাত্রদলের কিছু কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা তাকে (কদরকে) মারধর করছিল। আমি তাকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দেই। বিষয়টি আসলেও ভালো হয়নি।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে এখনো আমি জানিনা। শুনে বিস্তারিত জানাতে পারব।#