কর্মস্থলে যাওয়া হলো না বেলাল উদ্দীনের

লালপুর(নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে প্রাইভেটকারের ধাক্কায় বেলাল উদ্দীন (৬৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঈশ্বরদী- বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ লালপুর এলাকায় এঘটনা ঘটে। নিহত বেলাল উদ্দীন উপজেলার নবীনগর গ্রামের মৃত খোকা মন্ডলের ছেলে ও লালপুর বাজারের মিমি ইলেকট্রনিক্সের কর্মচারি ছিলেন।

স্থানীয় সূত্রে জানাযায় প্রতি দিনের ন্যায় সকালে বেলাল উদ্দীন লালপুর বাজারে মিমি ইলেকট্রনিক্সে তার কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় ঈশ্বরদী থেকে রাজশাহী অভিমুখে একটি প্রাইভেটকার তাকে পিছন দিক থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের ফুফাতো ভাই সাবেদ মন্ডল জানান, বেলাল উদ্দীন সকালে বাড়ি থেকে হেঁটে তার কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় রাজশাহী অভিমুখে একটি প্রাইভেটকার তাকে পিছন থেকে ধাক্কা দিলে তারা ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোমিনুজ্জামান জানান এব্যাপারে লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।