মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) ঃ
আজ বৃহস্প্রতিবার (১০ এপ্রিল) থেকে দেশব্যাপী শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। পাবনার চাটমোহর উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষা পাঁচটি পরীক্ষা কেন্দ্রে এবার ৩ হাজর ৯৬০ জন পরীক্ষর্থী অংশগ্রহণ করবে। এসএসসি পরীক্ষার ২টি কেন্দ্রে মোট ২ হাজার ৮৩৩ জন
পরীক্ষর্থী অংশ গ্রহণ করছে। এরমধ্যে সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ভোকেশনালে ১৮১ জনসহ মোট ১ হাজার ৫৬৯ জন। চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১ হাজার ২৬৩ জন। বাংলাদেশ মাদরাসা
শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় চাটমোহরে ২টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৬৮৪ জন। এরমধ্যে চাটমোহর এনায়েতুল্লাহ ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা কেন্দ্রে ২৬৭ জন ও সামাদ সওদা মহিলা দাখিল মাদরাসা কেন্দ্রে ৪১৭ জন। এছাড়া চাটমোহর টেকনিক্যাল এন্ড বিজনেস
ম্যানেজমেন্ট ইন্সটিটিউট এর পরীক্ষা কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল শাখা) পরীক্ষার্থী ৪৪৩ জন।
উপজেলা নির্বহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।