ইসরাইলী মুসলিমদের উপর নৃশংস হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মো. নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
ইসরাইলী মুসলিমদের উপর নৃশংস হত্যার প্রতিবাদে ও ইসরাইলী পণ্য বয়কটের দাবিতে পাবনার চাটমোহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় তাওহিদী জনতা এই বিক্ষোভ মিছিল জার্দিস মোড় এলাকা থেকে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা জামায়েতে ইসলামীর আমির মো. আব্দুল হামিদ, উপজেলা জামায়াতে ইসলামীর সম্পাদক মো. হাবিবুর রহমান, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি মো. সোলেমান হোসেন, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. সাদ্দাম হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সহিদুল মাস্টার, সেক্রেটারি দেলোয়ার হোসেন
ছাত্র শিবিরের সেক্রেটারি মনির হোসেন, যুব জামায়াতে ইসলামীর সহ. সেক্রেটারি জাহিদ হাসান জুয়েল, পৌর বিএনপি’র যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিখন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্পাদক সবুজ ও বিএনপি নেতা শাহিন প্রমূখ।