হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯, গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন বিশিষ্ট তরুণ সমাজসেবক সদ্য বিদায়ী সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার।
তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদের এর উপদেষ্টা ও গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি।
একজন জনপ্রতিনিধি না হয়েও তিনি তাঁর সমাজসেবামূলক কর্মকান্ডে সুন্দরগঞ্জ উপজেলার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। যার প্রতিদান তিনি পেয়েছেন গত উপজেলা পরিষদ নির্বাচনে। হেভিওয়েট প্রার্থীদের হাঁরিয়ে সাধারণ মানুষের ভালোবাসায় তিনি নির্বাচিত হয়েছিল উপজেলা পরিষদ চেয়ারম্যান।
বিগত ১৮ বছর থেকে তিনি বিভিন্ন উপজেলার সকল সামাজিক সেবামূলক কাজ লিপ্ত রয়েছেন। শীতার্ত, বন্যার্ত, নদীভাঙন, অগ্নিকান্ড, ঘুর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগে দুঃস্থদের মাঝে খাদ্য, নগদ টাকা, নির্মাণ সামগ্রীসহ বিভিন্ন ধরণের ত্রাণ বিতরণ করে আসছেন। তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মন্দির নির্মাণে আর্থিক সহায়তা, মসজিদ মাদ্রাসায় অজুখানা নির্মাণ, টিউবওয়েল, স্যানিটারি ল্যাটিন নির্মাণ, গরিব অসহায় ও দুঃস্থ মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, উচ্চশিক্ষিত ছাত্র-ছাত্রীদের মাঝে পাঁচ বছর মেয়াদী উপবৃত্তির প্রদানসহ স্বল্প খরচে অ্যাম্বুলেন্স সার্ভিস ও লাশ পরিবহনের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস সেবা দিয়ে আসছেন। বর্তমানেও তা চলমান রয়েছে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে সুন্দরগঞ্জের মানুষের সেবাসহ অবহেলিত এ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি মূলত অতীতের নির্বাচিত প্রতিনিধিদের সাথে সাধারণ মানুষের যে দুরত্ব ছিল, কাঙ্ক্ষিত সেবা থেকে উপজেলার সাধারণ মানুষ কতটা পিছিয়ে ছিল সেটা উপলব্ধি করতে পেরেছেন।
সাধারণ মানুষের পাশে থাকার সুযোগটা কাজে লাগিয়ে তিনি এগিয়ে যেতে চান।
তবে তাঁর এ উদ্দেশ্য বাস্তবায়নে তৃণমূলের জনগোষ্ঠী ভোটারদের সমর্থন ও উপজেলাবাসীর দোয়া এবং ভালবাসা চেয়েছেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলের ভালোবাসায় এমপি নির্বাচিত হয়ে জনগণের পাশে থেকে সেবা করতে চান তিনি।
ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার জানান, সুন্দরগঞ্জ উপজেলাবাসীর দোয়া ও সমর্থন নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছি। আমার পরিবারের কাছ থেকে শিখে নিয়েছি মানুষের সেবা কিভাবে করতে হয়। আপনাদের সমর্থন থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি হয়ে সেবা করতে চাই।
ইতিপূর্বে আমি সব সময় মানবসেবায় বিপদে-আপদে সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার। কোনো নেতা হতে নয় মানুষের সেবক হতে চাই। আশা করি উপজেলাবাসী আমাকে শূন্যহাতে ফিরিয়ে দিবেন না। ঠিক যেমনটি করেননি গত উপজেলা পরিষদ নির্বাচনে। আপনাদের ভালোবাসায় আমাকে বিপুল ভোটে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। কিন্তু দেশের প্রেক্ষাপটের কারণে আপনার পাশে থেকে কাজ করার সুযোগ হয়নি। এবার সময় এসেছে আপনাদের সেবা করার, উপজেলার উন্নয়ন করার।
আমার বিশ্বাস গত উপজেলা পরিষদ নির্বাচনে ন্যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আমাকে আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে এমপি নির্বাচিত করবেন। আমি কথা দিচ্ছি আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং আপনাদের পাশে থেকে সুন্দরগঞ্জ উপজেলাবাসীর সেবা করে যেতে চাই।
সর্বোপরি ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার উপজেলাবাসীর নিকট আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রার্থনাসহ সকলের নিকট দোয়া ও ভালোবাসা কামনা করেছেন।