আতাইকুলা প্রতিনিধিঃ সাঁথিয়া উপজেলার স্বনামধন্য আতাইকুলা উচ্চ বিদ্যালয়ে সারা দেশের ন্যায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৪৩২ বাংলা সনের পহেলা বৈশাখ উৎযাপণ করা হয়।
পহেলা বৈশাখ ১৪৩২ সোমবার সকাল ১০টা থেকে বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন ভার প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান। ষষ্ট শ্রেনী থেকে অষ্টম শ্রেনীর ছাত্র/ ছাত্রীদের “বৈশাখী মেলা” ও নবম শ্রেনী হতে দশম শ্রেনীর শিক্ষার্থীদের “বাংলা নববর্ষ” এর উপর রচনা প্রতিযোগিতা করা হয়। পরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে বাংলা নববর্ষের উপর আলোচনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আঃ রশিদ, আক্তারুজ্জামান, এসএম ফিরোজ কামাল, মোছাঃ মর্জিনা খাতুন, শাখাওয়াত হোসেন বাবু, আশরাফুল ইসলাম প্রমুখ।
