নাটোরে রাজবাড়ি রক্ষার দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

নাটোর প্রতিনিধি
নাটোর রাজবাড়ী চত্বরে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা এসিল্যান্ড কার্যালয় সহ বসবাসকারী পরিবার ও অবৈধ নির্মান দ্রততম সময়ে উচ্ছেদ এবং সংস্কারের জন্য গ্লোবাল হেরিটেজের অংশ হিসেবে গণ্যাযোগ্য আমাদের গর্ব ও ঐতিহাসিক গৌরবের প্রতীক নাটোর রাজবাড়ি রক্ষার দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে। আজ রবিবার বেলা ১১ টার দিকে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে
নাটোর স্বার্থরক্ষা কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নাটোর স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব শেখ রিফাদ মাহমুদ, রাহীক খান চৌধুরী, সানি উল ইসলাম, ইফতেখার শাওন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন আজকে নাটোর রাজবাড়ী ধংশের মুখে পতিত হয়েছে, রাজবাড়ী থেকে শত বয়সী গাছ গুলো মরে যাচ্ছে, রাজবাড়ীর অভ্যন্তরে
জনমানুষ অস্থায়ী স্থাপনা তৈরি করে বসবাস করছে।

নাটোর রাজবাড়ীতে প্রতিদিন হাজার হাজার দর্শক ঘুরতে আসে। কিন্তু এই রাজবাড়ী তে অবৈধ স্থাপনা, দোকানপাট এবং বসবাসকারী অনেক মানুষ রয়েছে।তাদের নিজস্ব ঘরবাড়ি থাকা সত্ত্বেও তারা এই রাজবাড়ী দখন করে বসে আছে। এগুলো উচ্ছেদের জন্য আজকের এই পতিবাদ মানববন্ধন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক আসমা শাহীনের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।