লালমনিরহাটে সুপারী পাড়া দোষারোপ করে মারপিট থানায় অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাটেরসদর উপজেলার বানভাসা লাইনের উত্তরপাড় ইএসডিও অফিসের পাশ্বে সুপারি পাড়ার মিথ্যা দোষারোপ করে বেধরক মারপিট করার ঘটনা ঘটেছে। এঘটনায় সদর থানায় ৬ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছন ভুক্তভোগী মতিয়ার রহমান। আসামীরা হচ্ছে, (১) মোঃ বাবু মিয়া,(২) তার ছেলে জাহাঙ্গীর (৩) নিজাম (৪) মেহেদী হাসান (৫) মাহি ও (৬) জাহানারা বেগম। অভিযোগ সুত্রে জানাগেছে, আজ ১১/০৪/২০২৫ ইং তারিখে সকাল অনুমান সোয়া ১০ টার সময় ১ নং আসামী বাবু মিয়া সুপারি পাড়ার মিথ্যা দোষারোপ করে লাঠি সোটা,লোহার রড,ধারালো বটি নিয়ে আসামীরা দলবদ্ব হয়ে বাদি র বড় ভাই মিন্টু মিয়ার উঠানে আসিয়া ৩ নং আসামীর হুকুমে ১ নং আসামী বাদীর বড় ভাই মিন্টু মিয়ার শার্টের কলার ধরে টানা হেচরা করিয়া কিলঘুষি মারে। তখন বাদির ভাবি মৌসুমী বেগম বাড়ি হতে বাহির হইয়া আসামীদের কবল হতে তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করলে ২ ও ৪ নং আসামী বাদীর ভাবির চুলের মুটি ধরিয়া বেধরক ভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে। ওই সময় ১ নং আসামী বাদীর ভাবির চুলের মুটি ধরিয়া পড়নের কাপড় ধরে টানা হেচরা করিয়া বিব্রস্ত্র করে ও শ্লীলতাহানি ঘটায়। ওই সময় ৬ নং আসামী গলায় থাকা ব্যবহারিক ৬ আনা ওজনের স্বর্ণের চেন যার আনুমানিক মুল্য ৫২ হাজার ৫ শত টাকা ছিনিয়ে নেয়। এসময় বাদির ভাবি চিৎকার করলে ৩ নং আসামী তার দুই হাত দিয়ে হত্যার উদ্দেশ্যে গলা চিপিয়ে ধরে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করে। ওই সময় বাদি যাইয়া তার ভাই ও ভাবিকে বাচানোর চেষ্টা করলে ৪ ও ৫ নং আসামী বাদিকে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে ছিলাফুলা জখম করে। এমন সময় ২ নং আসামী লোহার রড দ্বারা হত্যার উদ্দেশ্যে বাদির মাথা বরাবর ডাং মারে।তখন বাদি উক্ত আঘাত ঠেকালে ডান হাতেন কনুইতে লাগিয়া মারাত্বক জখম হয়।এই সুযোগে ৫ নং আসামী বাঁশের লাঠি দিয়া বাদির পিঠে ডাং দিলে ফাটা রক্তাক্ত জখম হয়। তখন আমার ভাগ্না ও মেজো ভাই ঘটনাস্থলে আসিয়া আসামীদের কবল হতে বাঁচানোর চেষ্টা করলে আসামীগন তাদেরকে মারপিট ও ফুলা জখম করে।।এসময় ২ ও ৩ নং আসামীগন মেজো ভাই মনিরের দুই হাত চাপিয়ে ধরে দুই পকেট থেকে ৯৫ হাজার টাকা জোর পুর্বক ছিনিয়ে নেয়। এসময় চিৎকার করলে আশপাশের লোকজন আসলে আসামীরা সটকে পরে। এব্যাপারে সদর থানার ওসি নুরনবী বলেন, অভিযোগ খানা এস আই আখতার হোসেনের নিকট রয়েছে।