ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
এগার বছরের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে আইয়ুব আলী (৫০) নামের একজনকে পিটিয়ে ঈশ্বরদী থানা পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার (৯ এপ্রিল) বিকাল সন্ধ্যার দিকে ঈশ্বরদী পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের পাতিলাখালি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আইয়ুব আলী (৫০) কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে ঈশ্বরদী থানা পুলিশ। আইয়ুব আলী ঈশ্বরদী পৌরসভার পাতিলাখালি এলাকার মৃত জয়নাল শেখের ছেলে এবং ভুক্তভোগী মেয়ের প্রতিবেশী এবং সম্পর্কে দাদা।
ভুক্তভোগী মেয়ের ফুফু জানান, বিকালে আমার ভাতিজীকে নিয়ে বাড়ির সামনে বসে ছিলাম। তখন আইয়ুব আলী এসে আমাদের সাথে গল্প করতে থাকেন। আমার মোবাইলে কল আসলে একটু দূরে গিয়ে ফোনে কথা বলতে থাকি। পরে শুনি আমার ভাতিজী তার মা অর্থাৎ আমার ভাবির কাছে আইয়ুব আলীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছে। ভাবি তখন আমার ভাইকে ঘটনা জানায়। ভাই এলাকাবাসীকে জানালে সকলে মিলে আইয়ুব আলীকে ধরে মারধর করে। পরে আইয়ুব আলীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে পুলিশ তাদের হেফাজতে নেয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহিদ বলেন, শ্লীলতাহানির অভিযোগে আইয়ুব আলী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী মেয়েকে মেডিকেল পরীার জন্য পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়ে থানায় মামলা দায়ের হয়েছে। ##