মৌলভীবাজারে জাতির পিতার জন্ম শতবার্ষিকী ও সুর্বণ জয়ন্তী পালিত

মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুর্বণ জয়ন্তী পালিত হয়েছে আজ ২৮ মার্চ। কাশিনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযুদ্ধাদের এককালীন অনুদান প্রদান,জেলার এসএসসি সমান/এইচএসসি সমান পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের এককালীন বৃত্তি প্রদান,গৃহহীনদের গৃহের মালিকানা পত্র বিতরণ,সেলাই প্রশিক্ষনার্থীদের সনদপত্র ও মেশিন বিতরণ,কম্পিউটার প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। জলো পরষিদ চয়োরম্যান ও জলো আওয়ামীলীগরে সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান এর সভাপতিত্বে আয়োজতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গনপ্রজাতন্ত্রী সরকারের সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামিলীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মৌলভীবাজার- আসনরে এমপি ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, বাংলাদেশ আওয়ামিলীগ সাংগঠনিক সম্পাদক সফিউল আলম নাদেল, বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্রার্চায্য,জলো প্রশাসক মীর নাহিদ আহসান, পুলশি সুপার মোঃ জাকারিয়া, পৌর সভার ময়ের আলহাজ্ব ফজলুর রহমান, সদর উপজলো চয়োরম্যান মোঃ কামাল হোসেন প্রমুখ। পরবর্তীতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।