ইয়ানূর রহমান : যশোরের মণিরামপুরে নারী শ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন।
শনিবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুই ধর্ষককে আটক
করেছে। শুক্রবার রাতে ওই নারী ধর্ষণের শিকার হন। আটককৃতরা হলো উপজেলার
দক্ষিণ মনোহরপুর গ্রামের আব্দুল হালিম সরদারের ছেলে যুবক আব্দুল হালিম
সরদার এবং একই গ্রামের হাদিউজ্জামানের ছেলে হাবিবুল্লাহ।
নারী শ্রমিক জানান, পূর্বপরিচিত সবুজের সঙ্গে রিকশা ভ্যানে করে তিনি
তাদের বন্ধু ইমরানের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। পথে মনোহরপুর কারিগরি
বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছলে আটককৃতরা তাদের
পথরোধ করে ভ্যান চালক সবুজের সাথে অনৈতিক কাজের অভিযোগ তুলে টাকা দাবি
করে। টাকা না পেয়ে আসামিরা বাগানে নিয়ে নারী শ্রমিককে ধর্ষণ করে বলে
অভিযোগ ।
এ ব্যাপারে নেহালপুর পুলিশ ফাঁড়ির এস আই নুর ইসলাম বলেন, এ ঘটনায় জানায়
মামলা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরনের প্রস্ততি চলছে।#