কলারোয়ায় করোনা টিকা নিলেন ওয়ার্ড কাউন্সিলর আলফাজ উদ্দীন

মহামারী মুক্তির প্রত্যাশা নিয়ে সারা দেশে শুরু হয়েছে করোনাভাইরাসের গণ টিকাদান। আর এই প্রথম টিকা নিয়ে কলারোয়া পৌর সভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো: আলফাজ উদ্দীন ভয়কে জয় করে তার ওয়ার্ডের সবাইকে টিকা নেওয়ার আহŸান জানিয়েছেন। তিনি বুধবার সকাল ১০টা কলারোয়া হাসপাতালে টিকা গ্রহন করেন। তিনি এসময় বলেন- বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা। সবাইকে কোভিড-১৯ মহামারী প্রতিরোধে এ টিকার দুটি ডোজ নিতে হবে। কোভিড-১৯ ভ্যাকসিন নিজ নিজ গ্রহন করুন। তিনি সকলকে ভ্যাকসিন নেওয়ার জন্য অনুরোধ করেন। আপনিও ভ্যাকসিন দিন,অপরকেও ভ্যাকসিন নেওয়ার জন্য উৎসাহিত করুন।