জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ( এলজিইডি)পাবনার উদ্যোগে “ বঙ্গবন্ধু ও বাংলাদেশ” বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এলজিইডির কর্মকর্তা ও কর্মচারীদের স্কুল ও কলেজ পড়–য়া ছেলে মেয়েদের মধ্যে এ রচনা প্রতিযোগিতা গতকাল ২৪ ফেব্রæয়ারি নির্বাহী প্রকৌশলীর হলরুমে অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করেন নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আঞ্চলিক তত্ত¡াবধায়ক প্রকৌশলীর প্রতিনিধি নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল খালেক । অনুষ্ঠানে পাবনা সদর উপজেলা প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়া সহ কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে হয়তো আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশ পেতাম না। আমরা আমাদের মাতৃ ভাষায় কথাও বলতে পারতামনা। তিনি আরও বলেন সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তাহলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার কাজে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী আমদেরকে কাজ করতে হবে। আগামী প্রজন্মকে কারিগরি শিক্ষার পাশাপাশি বঙ্গবন্ধুকে জানতে আজকের এই আয়োজন।
ইছামতি নদীর পূর্বাপর গ্রন্থটি পাবনা জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন এর হাতে তুলে দিলেন গ্রন্থটির লেখক ড. মনছুর আলম। এ সময় উপস্থিত ছিলেন ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জেবুন্নেছা ববিন, সদস্য সহকারী অধ্যাপক এ.এস এম ফরিদ প্রমুখ। ছবি- সিনসা।