খালেদ আহমেদ :
নিজ অর্থায়নে বয়ঃসন্ধিকালে ভুল পথে পরিচালিত হওয়া বাচ্চাদের সমস্যাগুলো সাইকিয়াট্রিস্ট এর উপস্থিতিতে কাউন্সিলিং করা, মাসব্যাপী পথচারীদের ইফতারি খাওয়ানো,গাছ লাগানো, ইফতার সামগ্রী বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, খাদ্য বিতরণ, গরম মৌসুমে জলপান কার্যক্রমে সরবত ও সাবমার্সিবলের ঠান্ডা পানি পান, চিড়া, আখের গুড় খাওয়ানো, ও বিভিন্ন স্তরের গরিব দুঃখীদের মাঝে দান করা নিজ অর্থায়নে স্বেচ্ছাসেবী মূলক সংগঠন “দালিফ ফাউন্ডেশন” এর পবিত্র ঈদুল ফিতরের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯ মার্চ সকাল সাড়ে ১১ টায় বকুলের গলিতে “দালিফ ফাউন্ডেশন”-এর উদ্দ্যোগে সংগঠনের
নিজস্ব কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রোটারী ক্লাব অব এভার গ্রীন পাবনার চার্টার্ড প্রেসিডেন্ট (রোটাঃ) ইদ্রিস আলী বিশ্বাস।
সংগঠন ও অনুষ্ঠানের সভাপতি ফরিদুল ইসলাম খোকন’র সভাপতিত্বে বক্তব্য দেন যুগ্ন সাধারণ সম্পাদক সাকিল পায়েল, কার্য নির্বাহী সদস্য ও রুপান্তর সাংস্কৃতিক গোষ্ঠী পাবনার সভপতি দেওয়ান মাজহার মুন্নু ও দালিফের মামা মুক্তাকিম ইব্রাহিম তন্ময়।
সংগঠনের কোষাধ্যক্ষ ফজলে রাব্বি ফারুকের সঞ্চালনায় দালিফের স্মৃতিচারণ করে আবগঘন বক্তব্য দেন তার দুইজন বাল্যবন্ধু শাহরিয়ার ইসলাম ও তানভীর রহমান।
পরোপকারী, বন্ধুবৎসল, সকলের সাথে মিশতে পারতো, নিজে না খেয়ে মানুষকে খাওয়াতো, শেষ দেখার স্মৃতিসহ তারা দালিফের বিভিন্ন গুণাবলি তুলে ধরেন।
উপকারভোগী আব্দুল খালেক বলেন এই কার্যক্রমের উদ্দেশ্য খুবই মহৎ, আমরা আর্থিক উপকারের পাশাপাশি পরামর্শও পেয়ে থাকি। এতে শুধু আমরাই না পুরা সমাজ উপকার পেয়ে থাকে। এর ফলে ভবিশ্যত প্রজন্মকে একটি সুস্থ সমাজ উপহার দেয়া সম্ভব। এই সংগঠনকে চালিয়ে নেয়ে উচিৎ।
উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য বিপ্লব ভৌমিক প্রমুখ।
এবারের ঈদে ফাউন্ডেশন মুরগী, চিনি, পোলাওয়ের চাল, সোয়াবিন তেল, লবন, গুড়া দুধ, সেমাই, পিঁয়াজ, রশুন, আদা ও মসলা ক্রয়ের জন্য নগদ ১শ টাকাসহ প্রত্যেককে ১ হাজার ১ শ টাকা করে ৪১ জনের মাঝে ৪৫ হাজার টাকার সামগ্রী বিতরণ করেন।
উল্লেখ্য, সংগঠনের সৌজন্যে এবছর রোজায় খেজুর, শসা, কলা, তরমুজ, বাঙ্গি, ছোলা, মুড়ি, কয়েক প্রকার বরা, শরবত ইত্যাদি দিয়ে মাসব্যাপী ঘোড়াস্ট্যান্ড সাংস্কৃতিক চত্তরে শহরের বাইরে থেকে ঈদের কেনাকাটার জন্য আসা ৩০ থেকে ৪০ জন পথচারীকে প্রতিদিন বসিয়ে ইফতার করানো হচ্ছে।