আওয়ামী লীগের নেতাকর্মীরা বারবার দেশ ছেড়ে পালিয়েছে – টিপু

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
দেশ অভ্যন্তরে ও বাহিরে ফ্যাসিবাদীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা সকল ষড়যন্ত্র দেশ নায়ক তারেক রহমান ও বেগম খালেদা জিয়া নেতৃত্বে মোকাবিলা করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।
শুক্রবার (২৮ মার্চ ২০২৫) বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে লালপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেয়া ও ইফতার মাহাফিল অনুষ্ঠানে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকারের সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এসব কথা বলেন।

টিপু আরো বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বারবার দেশ ছেড়ে পালিয়েছে। ১৯৭১ স্বাধীনতা যুদ্ধের সময় নিজের ছেলে সন্তানকে নিরাপদে রেখে শেখ মুজিব দেশ থেকে পালিয়ে গিয়ে পাকিস্তানে আত্নসমর্পন করে ছিলেন। শেখ হাসিনা দেশ থেকে নিজের পরিবারের লোকজনকে নিরাপদে বিদেশে পাঠিয়ে দিয়ে ৫আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু বেগম খালেদা জিয়া ও তারেক রহমান শত প্রতিকূলতার মাঝেও দেশের মানুষের জন্য অন্যায়ের কাছে আপোস না করে সংগ্রাম চালিয়ে গিয়েছেন। তারা (বেগম খালেদা জিয়া ও তারেক রহমান) ৫আগস্টের পরবর্তী সময় থেকে দেশের আঠারো কোটি মানুষকে নিরাপদের বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপি গণতন্ত্র ও উন্নায়নের রাজনীতি করে, এখনো দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

টিপু বলেন আমি রাজনীতিতে দীর্ঘ দিন আপনাদের সাথে আছি, সুখে দুখে আপনাদের পাশে ছিলাম আমৃত্যু পর্যন্ত আপনাদের সাথে থাকব। আমরা ঐক্যবদ্ধ হয়ে লালপুর-বাগাতিপাড়াকে একটি মডেল জায়গা হিসাবে রূপান্তরিত করতে চাই। লালপুর-বাগাতিপাড়ায় উন্নায়নে কাজ করতে চাই।

এসময় উপস্থিত ছিলেন লালপুর গোপালপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি আরিফুল ইসলাম আরিফ, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম সরকার, যুগ্ম আহ্বায়ক একেএম শারফুল ইসলাম লেলিন, ২নং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক টমি, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক বিদ্যুৎ, লালপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েল সহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।